• Breaking News

    মে মাসে বাজারে আসছে কম দামের আইফোন এসই টু

    Iphone se2


    অবশেষে বাজারে আসছে কম দামি আইফোন এসই-টু। আগামী মাসে ফোনটি বাজারে আসবে বলে জানা গেছে। অনেকদিন আইফোন এসই টু নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল।

    তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক এক গণমাধ্যম জানিয়েছে, আগামী মাসেই লঞ্চ হবে বহুল প্রতিক্ষীত এই ফোন। যদিও শোনা যাচ্ছে কোন হেডফোন জ্যাক থাকবে না নতুন আইফোনে। এক জাপানি ওয়েবসাইটে জানানো হয়েছে এই খবর।

    আইফোন এসই টুর ডিজাইন অনেকটাই তার ছোট ভাই আইফোন এসইর মত। যদিও ফেস আইডি ব্যবহার না করে এই ফোনে হয়তো টাচ আইডি ব্যবহার করবে অ্যাপল।

    এই ফোনে হেডফোন জ্যাক থাকছে না। শোনা যাচ্ছে আইফোন এসই টুতে থাকবে ওয়ারলেস চার্জিংয়ের সুবিধা। তবে তার জন্য গ্লাস ব্যাক ব্যবহার করা হবে কি না তা এখনো জানায় নি অ্যাপল।

    এছাড়া এই ফোনের ভেতরে হয়তো ব্যবহার করা হবে এ টেন ফিউশন চিপ। যা ব্যবহার করা হয়েছিল আইফোন সেভেনে।

    এই সব খবই শোনা যাচ্ছে ইন্টারনেটে বিভিন্ন সূত্র থেকে। তবে অ্যাপলের পক্ষ থেকে এই ফোন লঞ্চের ব্যাপারে এখনো কিছুই জানানো হয়নি।