আপনি কি অতিরিক্ত আবেগপ্রবণ?
নিচের কয়েকটা পয়েন্টের মাধ্যমে জেনে নিন -

আপনার থেকে কেউ কিছু চাইলে আপনি "না" বলতে পারেন না; অনেক সময় সাধ্যের বাহিরে গিয়েও চেষ্টা করেন।
আপনি খুব দ্রুতই মানুষকে "বন্ধু" ভাবতে শুরু করেন, সবাইকেই গুরুত্ব দেন।

আপনি সহজেই মানুষকে বিশ্বাস করেন এবং ভাবেন আপনি তাদের জন্য যেমনটা করেন, তারাও আপনার জন্য করবেন।

কেউ আপনার ক্ষতি করলেও আপনি তাকে কিছু বলতে পারেন না।

আপনি অনেক কষ্টে থাকলে একাই সময় কাটান কিন্তু কাউকে সেটা বলেন না, বুঝতেও দেন না।

আপনি অনেক সেনসিটিভ, তাই কাছের মানুষের ছোট ছোট পরিবর্তনেও অনেক বেশী দু:খ পান।

অন্য কেউ আপনাকে তাদের স্বার্থে ব্যবহার করলেও আপনি বুঝতে পারেন না কারণ আপনি কারও সাথে এমনটা করেন না।

নিজের আবেগের বহিঃপ্রকাশ করতে গেলে আপনি প্রায়ই কান্নায় ভেঙ্গে পড়েন।

আপনি কারও সাথে ইচ্ছাকৃত খারাপ ব্যবহার করতে পারেন না কারণ আপনার বিবেক আপনাকে বাঁধা দেয়।

আপনি অন্যদের পাশে থাকার চেষ্টা করেন সব সময় কিন্তু দিন শেষে নিজেই একাকীত্বে ভোগেন।