• Breaking News

    মুহুরীগঞ্জে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

    Azizul hoque aziz

    যুবলীগ নেতা গুলিবিদ্ধ -

    ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আজিজ দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদশাহ ও ছাত্রলীগ কর্মী রিপন আহত হয়েছেন। গুলিবিদ্ধ যুবলীগ নেতা আজিজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    ঘোপাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: শাহিন মিয়া তিনজন আহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

    ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাইফুল ইসলাম বাদশা জানান, সোমবার রাত ৯টায় মোটর সাইকেলযোগে বাদশা, আজিজ ও রিপন বাড়ি যাওয়ার পথে মুহুরীগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় কয়েকটি গ্রুপে বিভক্ত হওয়া ২০-২৫জন সন্ত্রাসী তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় আজিজ গুলিবিদ্ধ হয়। এবং তার সঙ্গে থাকা বাদশা ও রিপন সন্ত্রাসীদের হামলায় আহত হন।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

    এলাকাবাসী জানায়, ঘোপালে ফেনী নদীর বালু উত্তোলন, পিএইচপি কারখানায় জমি বিক্রির দালালী এবং ওই কারাখানায় মাটি ও বালু সাপ্লাই নিয়ন্ত্রণসহ নানা বিষয় নিয়ে আওয়ামীলীগের নেতাদের মধ্যে দীর্ঘদিন যাবত প্রকাশ্যে দ্বন্ধ চলছে। কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে গেছে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

     বহুবার এক পক্ষের ওপর আরেক পক্ষের হামলার ঘটনা ঘটেছে। ঘোপাল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক গ্রুপ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকার গ্রুপ, উপজেলা আওয়ামীলীগের সদস্য মহিউদ্দিন বাদল গ্রুপ ও কহিনূর মেম্বার গ্রুপ এলাকায় সক্রিয় রয়েছে। মানিকের নেতৃত্বে তার গ্রুপের ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গুলিবিদ্ধ আজিজুল হক আজিজ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদশাহ বালুঘাট ও পিএইচপিসহ পুরো এলাকা নিয়ন্ত্রণ করতেন।