আজকের রাশিফল রবিবার ১৪ এপ্রিল ২০১৯ , আজকের দিনটি কেমন যাবে?
মেষ- আবার আজ পুরনো ছন্দে ফেরার সময় চলে এসেছে, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। চন্দ্র আপনার সেরার সেরাটি দেবে, পাশাপাশি কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে আজ।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ৫
বৃষ- আপনার এই রকম উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল গড়ে উঠবে । আর আজ কোনও বিষয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে কিছুটা ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি বন্ধ হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি হওয়ার সম্ভাবনা আছে।কর্মস্থলে কিছু জটিলতার সম্মূখীণ হতে পারেন।
শুভ রং: আকাশি
শুভ সংখ্যা: ৪
মিথুন- অনেক বন্ধু আজ আপনার বাড়িতে আসতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তারা কয়েক দিন অপেক্ষা করুন। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন, তারা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি খুব বাড়বে। ব্যবসায়ীক কাজে ব্যয় বৃদ্ধি পাবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৯
কর্কট- আজ আপনার অন্যান্য গ্রহের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভাল না থাকায় কিছু বিভ্রান্তি দেখা দিতে পারে। এসময় কোনও বিশেষ কাজ করার থাকলে তা কিছুদিন স্থগিত রাখুন। প্রয়োজন হলে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প হবেন। আজ চিকিৎসক বা কোনো কবিরাজের কাছে যেতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
সিংহ- মানসিক দিক থেকে আজ আপনাকে কারও কাছে নিচু হতে হবে। ভাল কাজ করার পরিবর্তে বদনাম জুটবে আপনার। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। আত্মীয় বিবাদ থেকে সাবধান থাকুন।বিদেশ থেকে অর্থ লাভের যোগ রয়েছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১
কন্যা- পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। অদ্ভুত নানা বিষয়ে আজ জড়িয়ে পড়তে পারেন। আপনার বিরোধিতা করবে তো অনেকেই। কর্মস্থলে সাফল্য লাভের যোগ।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩
তুলা- সংসারে আজ কোনো কারণে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া থেকে সাবধান। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ। চাকরিতে উন্নতির বিশেষ যোগ দেখা যাচ্ছে। কাছের মানুষদের সঙ্গে আলোচনায় মানসিক সমস্যাগুলোর সমাধান হবে। কোনো জটিলতার সম্মূখীন হতে হবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
বৃশ্চিক- একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটা সময় কাটবে। বৈদেশিক বৃত্তি লাভের যোগ প্রবল। বিদেশে জীবীকার জন্য যেতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৬
ধনু- পূর্ব দিনের চিন্তাগুলি সামনে আনতে সমস্ত বিকল্প পথ খুলে রাখুন। আর্থিক বিষয় নিয়ে এখন কোনও চর্চা আপনার না করাই ভাল। এ ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যায় হয়ে যেতে পারে। ব্যবসায় অতিরিক্ত লাভের আশায় চাপ খুব বাড়তে পারে। বিক্রয় প্রতিনিধীদের কাজে কিছু সাফল্য আশা করা যায়।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩
মকর- প্রেমিকার কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। বাড়তি খরচ থেকে সাবধান। অর্থ জমানোর ব্যাপারে নিজেকে সতর্ক থাকতে হবে।বিদেশ যাত্রার ক্ষেত্রে রহস্যজনক জটিলতা দেখা দেবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১
কুম্ভ- অতিরিক্ত বন্ধু থাকার কারণে বাড়িতে বিবাদ সৃষ্টি হবে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা আছে। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু ভালো পাবেন না। বাচ্চার বায়না পূরণ করতে নাজেহাল হতে হবে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। সঞ্চয়ের প্রচেষ্টায় রহস্যজনক বাধা বিপত্তির আশঙ্কা।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮
মীন- আজ বুধ আপনার যোগাযোগের রাস্তা সহজ করেছে। এ ক্ষেত্রে বেশ কিছু অর্থ উপার্জন হওয়ার সম্ভবনা রয়েছে। তাই এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন । আজ আপনার ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভও ভাল থাকবে। সংসারে সুখ শান্তি স্বাভাবিক বজায় থাকবে।বিদেশী প্রতিষ্ঠানে কর্মের সুযোগ আসতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯