• Breaking News

    নিককে বিয়ে করবো ভাবিনি : স্বীকারোক্তি প্রিয়াঙ্কার


    গতবছর গোটা বিশ্বের চোখ ধাঁধিয়ে বিয়ে করলেন প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপতারকা নিক জোনাস। ৬ মাসের প্রেমপর্ব সেরেই সাতপাকে বাঁধা পড়লেন কপোত কপোতি! কিন্তু বিয়ের তিন মাসের মধ্যেই এই জুটির দাম্পত্য বিচ্ছেদের গুজবে সরগরম ইন্ডাস্ট্রি। হোক না তা গুজব। নিন্দুকেরা বলছেন, যা রটে তার কিছু তো ঘটে...। এ হেন পরিস্থিতিতে মুখ খুললেন খোদ প্রিয়াঙ্কা চোপড়া! আর তিনি যা বললেন, তাতে জল্পনার আগুনে ঘি পড়ল...


    প্রিয়াঙ্কা বললেন, তিনি নাকি ভাবেননি নিককে বিয়ে করবেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে 'ফ্যাশন' স্টার বলেন, ‘‘ নিককে চিনি প্রায় দু’বছর ধরে। কিন্তু সম্পর্কটা যে এভাবে এগোবে তা ভাবিনি। এমনটাও ভাবিনি ওকে বিয়ে করব। নিককে আমি ওল্ড ম্যান জোনাস ওরফে ওএমজি বলে ডাকি।'


    যে মার্কিন ম্যাগাজিন প্রথম নিক-প্রিয়াঙ্কার বিচ্ছেদের সম্ভাবনার খবর প্রকাশ করেছিল তাদের বিরুদ্ধে দম্পতি আইনি পদক্ষেপ নেবেন বলে শোনা গিয়েছে। তবে বলিটাউনের একাংশের দাবি, সম্পর্ক যে ঠিক রয়েছে তা বোঝাতেই ইদানীং প্রকাশ্যে নিকের পরিবারের সঙ্গে ছবি শেয়ার করছেন নায়িকা, নানা ছুতোয় নিকের প্রশংসায় পঞ্চমুখ তিনি। কিন্তু বিষয়টা কি এতটাই সহজ ? প্রশ্নটা সহজ উত্তরটাও জানা...!