• Breaking News

    দুই যমজ সন্তান নিয়ে হাজির হলেন সানি লিওন

    Sunny Leone and Daniel Weber's sons Asher Singh Weber, Noah Singh Weber were born a few weeks ago.

    সবাইকে চমকে দিয়ে সাত সকালেই খবরটা দিলেন সানি। তাদের ঘরে এসেছে দুই নতুন অতিথি। এক কন্যাসন্তানকে দত্তক নেওয়র পর এবার দুই যমজ সন্তানের জন্ম দিলেন সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার।

    ট্যুইটারে এই খবর জানিয়েছেন সানি লিওন। গত বছরেই এক কন্যাসন্তান দত্তক নেন তিনি। তার নাম নিশা কাউর ওয়েবার। এবার ঘরে এল দুই পুত্র সন্তান, আশর সিং ওয়েবার ও নোয়া সিং ওয়েবার।

    এই ঘটনাকে ‘গড’স প্ল্যান’ বলে উল্লেখ করেছেন সানি। তার কথায়, এবার তার পরিবার সম্পূর্ণ হল। ট্যুইটে তিনি লিখেছেন, ২০১৭-র ২১ জুন তারা উপলব্ধি করেন যে তারা তিন সন্তানকে মানুষ করতে পারেন।

    অনেক বছর পর এভাবে পুরো পরিবার পেয়ে উচ্ছ্বসিত সানি। তিন লিখেছেন, ‘কয়েক সপ্তাহ আগে জন্মেছে আমার যমজ সন্তান। কিন্তু আমাদের হৃদয় আর চোখ জুড়ে এরা ছিল অনেক বছর ধরেই।

    শুধু সানিই নয়, তার স্বামী ড্যানিয়েক ওয়েবারও তার পুত্রদের সহ পুরো পরিবারের ছবি পোস্ট করেছেন।

    তবে আচমকা এইভাবে সন্তানের খবর প্রকাশ পরই তৈরি হয় জল্পনা। সানি লিওন কি তবে গর্ভবতী ছিলেন?নাকি আবারও দত্তক নিয়েছেন? এই প্রশ্নই উঠে আসছিল। তবে সেটাও কিছুক্ষণ পরই পরিস্কার করে দিয়েছেন সানি নিজেই।

    তিনি জানিয়েছেন, যমজ সন্তান তাদেরই। দত্তক নেওয়া হয়নি। তবে স্যারোগেসির সাহায্যে এই সন্তানের জন্ম দিয়েছেন তারা।