• Breaking News

    তারেক রহমানকে ফিরিয়ে আনা সম্ভব নয়: আমীর খসরু

    Politics news

    তারেক রহমানকে ফিরিয়ে আনা সম্ভব নয়: 


    কোনো স্বৈরশাসকের কথায় লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‌‘দেশে যেদিন গণতন্ত্র ফিরে আসবে তারেক রহমান সেদিন বীরদর্পে ফিরে আসবেন।’

    বৃহস্প‌তিব‌ার (১৯ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া ও ছাত্রদ‌লের সভাপ‌তি রা‌জিব আহসানের মু‌ক্তির দা‌বি‌তে এক প্রতিবাদ সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

    এর আগে গত মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে লন্ডনে ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (ওডিআই) ‘বাংলাদেশের উন্নয়ন গল্প: নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করা হবে। এ ব্যাপারে আমরা যুক্তরাজ্য সরকারের সঙ্গে কথা বলছি এবং অবশ্যই একদিন আমরা তাকে দেশে ফিরিয়ে আনব। তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’

    বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি কোনো প্রকার নির্বাচনের আলোচনায় যাবে না জানিয়ে আমির খসরু বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম বিএনপির একমাত্র সংগ্রাম।’

    বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘ক্ষমতায় যাওয়ার নীলনকশার নির্বাচন জনগণ আর মেনে নেবে না। জনগণের বাধ ভাঙার জলোচ্ছ্বাস পর্যায়ক্রমে বাড়তেই থাকবে।’
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ‌য়োজক সংগঠ‌নের আহ্বায়ক না‌হিদুল ইসলাম না‌হি‌দ। এতে বক্তব্য রা‌খেন- বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শ্যামা ওবা‌য়েদ প্রমুখ।

    সূত্র:সময়ের কণ্ঠস্বর