• Breaking News

    এত কিছু থাকার পরেও কিসের অভাববোধ করছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী?

    sharukh khan and gori


    বলিউড তো বটেই সারা বিশ্বের মধ্যে সবশ্রেষ্ঠ ধনী অভিনেতাদের তালিকায় জ্বলজ্বল করে রয়েছে শাহরুখ খানের নাম৷ কিন্তু সেই অভিনেতার পত্নী গৌরি খান গভীরভাবে অভাব বোধ করছেন একটা জিনিসের? যার জন্য তিনি পরোক্ষভাবে দোষারোপ করলেন মেয়ে সুহানাকেই৷


    কি বিষয়টা খুব সিরিয়াসলি নিয়ে ফেললেন তাই তো? না, অতটাও গুরুতর নয় বিষয়টা৷ আসলে আর একমাস বাদে সুহানা পড়বে ১৮-তে৷ কিশোর বয়স পেড়িয়ে সে হবে প্রাপ্তবয়স্ক৷ আর জীবনের এই পরিবর্তনটা গভীরভাবে মিস করছেন গৌরি খান৷ আর এই বিষয়টাই তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সকলের জন্য৷


    সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি সুহানার একটি ছবি আপলোড করে ক্যাপশনে লেখেন, “এখনও তোমার কাছে সময় আছে কিশোর বয়সটা এনজয় করার৷”


    ছোট্ট একটা ক্যাপশনের কিন্তু গুরুত্ব অনেক বেশী সেটা হয়তো সকলেই বুঝতে পেরেছেন৷ এই বয়সটা একটা সময় পেড়িয়ে এসেছেন গৌরীও, ফলে কিশোর বয়সের মাধুর্যতা তাঁর মিস করাটা স্বাভাবিকই৷ অন্যদিকে প্রাপ্তবয়স্ক হলেই তাঁর কাঁধে উঠবে একের পর এক গুরুদায়িত্ব৷ সেই দায়িত্বগুলো পালন করার আগে সুহানার কাছে রয়েছে আরও একটা মাস৷ ফলে এই দিনকটা একটু হাসিখুশিতেই সুহানা কাটাক এমনটাই চান মা গৌরী৷