সিরিয়ালের নায়িকাকে 'ধর্ষণ', মোবাইলে তোলা সেই ছবি হল ভাইরাল..
সিরায়ালের জনপ্রিয় অভিনেত্রী ধর্ষণের অভিযোগ দায়ের করলেন৷ বেশ তাকে প্রধান চরিত্রে দেখা যায় বেশ কয়েকটি চলতি সিরিয়ালের৷ এবার তিনি রেপের অভিযোগ আনলেন এক যুবকের বিরুদ্ধে৷ ইতিমধ্যেই ওই অভিনেত্রী অভিযোগ দায়ের করেছেন থানায়।
নায়িকা জানিয়েছেন যে তার ভাব জমে উঠছিল এক যুবকের সঙ্গে কয়েকদিন ধরেই৷ নিয়মিত কথা হত ফোনে৷ তাদের দেখাও হয়৷ অভিযোগ নায়িকার তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে ওই যুবক।
যুবকটি তাকে বারবার ধর্ষণ করে একটি হোটেলের ঘরে৷ এবং সে ছবি তুলে নেয় সেই মুহূর্তের৷ এরপরই যুবক নায়িকার স্বামী ও প্রতিবেশীদের পাঠিয়ে দেয় সেই ছবি৷ এই অভিনেত্রীকে প্রায়সয়ি দেখা যায় মলায়লাম টিভি চ্যানেলে।