• Breaking News

    মোদিকে হুমকি দেওয়া সেই পাকিস্তানি গায়িকার অশ্লীল ভিডিও ভাইরাল



    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন। সেই হুমকি তাকে ব্যাপক আলোচনায় নিয়ে এসেছিল।
    দেশে বিদেশে গণমাধ্যমে তিনি ছিলেন খবরের শিরোনাম।

    সেই পাকিস্তানি গায়িকার নাম রাবি পিরজাদা। এবার তিনি সমালোচনার মুখে পড়ে গেলেন। সম্প্রতি তার কিছু অশ্লীল ছবি এবং অশালীন ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে টুইটারে পোস্ট করা হয় ছবি ও ভিডিওগুলো। এরপর ছড়াতে থাকে নানা মাধ্যমে।

    টুইটার কর্তৃপক্ষ বৃহস্পতিবার মধ্যরাতে সেই ভিডিও সরিয়ে দিলেও ইতোমধ্যে এ নিয়ে টুইট-রিটুইটের বন্যা বয়ে গেছে।

    জানা গেছে, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন রাবি।
    আর এর কিছু পরে বিশেষ করে মধ্যরাতে তার অশালীন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। আর তা ছড়িয়ে পড়ার পর ভাইরাল হতে সময় লাগেনি।

    এই নিয়ে অভিযোগের তীর অবশ্য আসিফ গফুরের দিকেই। কিন্তু, একজন শিল্পীর ব্যক্তিগত ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।