ইডেন কলেজ ছাত্রলীগের আট নেতার বিরুদ্ধে মামলা হয়েছে
![]() |
| তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানা। |
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালতে মামলাটি করেন সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস।
আদালত লালবাগ থানা পুলিশকে বিষয়টি তদন্ত করে ২৩ অক্টোবর প্রতিবেদন দিতে বলেছে।
অন্য আসামিরা হলেন- নুজাত ফারিয়া রোকসানা, মিম ইসলাম, নুরজাহান, আনিকা তাবাসসুম সরনা ও কামরুন নাহার জোতি।
এর আগে দুই পক্ষের সংঘর্ষের জেরে ইডেন কলেজ শাখার কমিটি স্থগিত করে বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)।
একই সঙ্গে সংগঠন থেকে ১৬ জন নেতা ও কর্মকাণ্ডকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
