• Breaking News

    নায়িকার খোলা পায়ে পরিচালকের চুমু, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

     

    Dangerous RGV with Double Dangerous Ashu | Full Interview | RGV | Ashu Reddy | Dangerous Movie

    রোমান্টিক এক সন্ধ্যা, আরম্ভ হয়ে গিয়েছে সাক্ষাৎকার। আরামকেদারায় পায়ের ওপর পা তুলে বসে রয়েছেন নায়িকা। পরনে ছোট  হলুদ পোশাক। তার উন্মুক্ত দুই পায়ের সম্মুখে টাইলসের মেঝেয় বসে গদগদ পরিচালক। কথা বলতে বলতে বিগলিত পরিচালক এক সময়ে অভিনেত্রীর ডান পায়ের পাতায় চুমু খেতে আরম্ভ করলেন। পায়ের আঙুলগুলি মুখে পুরে দিলেন। তারপর...


    সেই অভিনব ভিডিও হঠাৎ ভাইরাল নেটদুনিয়ায়। দেখা যায়, অভিনেত্রী আশু রেড্ডির পায়ে চুমু খাওয়ার ছবিটি ১ম পোস্ট করেছিলেন পারিচালক রামগোপাল নিজেই। পরে  ভিডিওটির ইউটিউব লিঙ্ক শেয়ার করেন পরিচালক। যেখানে দেখা যায়, আসন্ন ছবি ‘ডেঞ্জারাস’ মুক্তির প্রথমে তার ইন্টারভিউ নিচ্ছেন আশু। ভিডিওর শেষ দিকেই রামগোপালকে অভিনেত্রীর পদলেহন করতে লক্ষ্য যায়। যা নিয়ে শোরগোল সমাজমাধ্যমে।


    “রামগোপালের কি কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে? না কি বিতর্কিত কিছু না করলে উনি আর শিরোনামে আসতে পারবেন না বলেই এ সব করছেন?” মন্তব্যে ভরে উঠল পোস্ট।

    অনেকেই মনে করছেন, ‘ডেঞ্জারাস’ নিয়ে সমস্ত কথাবার্তা ধামাচাপা পড়ে যাওয়ায় ফের নতুন করে ছবিটিকে প্রচারের আলোয় আনতে চাইছেন পরিচালক। একারণে বলা হয় এরূপ ‘ঘৃণ্য’ এক পন্থা নিলেন তিনি? বিরোধিতায় সোচ্চার হয়েছেন অনেকেই।


    চলতি বছর মে মাসের মধ্যেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘ডেঞ্জারাস’। কিন্তু নয়না গঙ্গোপাধ্যায় এবং অপ্সরা রানি অভিনীত দৃশ্যে যৌনতার ‘বাড়াবাড়ি’ ছবিটির মুক্তি অনিশ্চিত করে তুলেছিল। রামগোপাল পরিচালিত  অপরাধমূলক ছবিটি শেষমেশ আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে।