• Breaking News

    যে কারণে টেকনাফ থেকে আর কোন জাহাজ যাবে না সেন্টমার্টিনে

     

    Teknaf saint Martin

    ব্রেকিং নিউজঃ-

    এই মৌসুমে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে পর্যটনবাহী জাহাজ চলাচল আপাতত স্থগিত থাকবে। যার পরিবর্তে কক্সবাজার থেকে কেয়ারী সিন্দবাদ, কেয়ারী ক্রুজ এন্ড ডাইন, বে ক্রুজ ও আটলান্টিক ক্রুজ চলাচলের প্রস্তুতি নিচ্ছে কতৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর থেকে টেকনাফ টু সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল করবে। 


    জাহাজ চলাচলের আপডেটঃ 

    কর্ণফুলী এক্সপ্রেস- অক্টোবরের ৬ তারিখ থেকে সপ্তাহে তিনদিন(বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে কর্ণফুলী এক্সপ্রেস চলাচল করবে। 

    আর নভেম্বরের ১ তারিখ হতে নিয়মিত অর্থাৎ প্রতিদিন চলাচল করবে। 

    বে-ওয়ান- এম ভি বে-ওয়ান ৩ নভেম্বর থেকে চট্টগ্রাম-সেন্টমার্টিন চলাচল শুরু করবে।

    টেকনাফ-সেন্টমার্টিন রুটের জাহাজ চলাচলের সিডিউল এখনো নির্ধারণ হয়নি।


    বিঃদ্রঃ অক্টোবরের সিডিউল অবশ্যই আবহাওয়ার কারণে পরিবর্তন হতে পারে। আর টেকনাফ-সেন্টমার্টিন রুটের ক্ষেত্রে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতির উপর নির্ভর করবে।