উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে গেছে?
আসলে এটি বিশ্ব বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড ডিক্যাথল্ন এর উল্টো।
NOLHTACED = DECATHLON
ডিক্যাথল্ন সম্প্রতি বেলজিয়ামে অনলাইন শপ চালু করেছে। তারা সেখানে রিভার্স শপিং চালু করেছে। ডিক্যাথল্ন এখন আপনাদের গ্রাহক। সে উপলক্ষে তাদের স্টোরগুলোতে উল্টো সাইনবোর্ড লাগিয়েছে।
আপনার পুরোনো বা অব্যবহৃত স্পোর্টস আইটেম তাদের শো-রুমে নিয়ে গেলে তারা সেগুলো আপনাদের কাছ থেকে কিনে নিবে এবং সুবিধা বঞ্চিতদের মাঝে বিতরণ করবে।
তাদের মুল লক্ষ্য পৃথিবী থেকে বর্জ্য কমিয়ে আনা। সে লক্ষ্যেই তারা পুরোনো জিনিস আপনাদের কাছ থেকে নিয়ে রি-ইউজ করার মাধ্যমে পৃথিবী থেকে বর্জর পরিমাণ কমিয়ে আনতে চায়।
বেশ দারুণ একটি পদক্ষেপ। শুধু টাকা আয়ের চিন্তা না করে, বর্তমান বিশ্বকে টেকসই পৃথিবী গড়ে তোলায় পদক্ষেপ গ্রহণ করতে হবে।