• Breaking News

    সাজেকে অপহরণের ১০ দিন পর মুক্তি পেল বিজ্ঞান জ্যোতি চাকমা

    sajek news

     সন্তু গ্রুপের সন্ত্রাসীদের হাতে অমানুষিক নির্যাতনের শিকার হন বিজ্ঞান জ্যোতি চাকমা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম সিদিচ্ছে ছড়া এলাকা থেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক অপহৃত বিজ্ঞান জ্যোতি চাকমাকে অপহরণের ১০দিন পর শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

    গত ১৩ অক্টোবর সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী নিজ বাড়ি থেকে বিজ্ঞান জ্যোতি চাকমাকে অপহরণ করে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে তাকে দিন রাত বেঁধে রেখে সন্ত্রাসীরা তার ওপর অমানুষিক নির্যাতন চালায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
    গতকাল ২২ অক্টোবর সন্ত্রাসীরা গ্রামের মুরুব্বিদের ডেকে পাঠিয়ে বিজ্ঞান জ্যোতি চাকমাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দেয়। শর্তের মধ্যে রয়েছে- ‌১.ইউপিডিএফের কোন প্রোগ্রামে যেতে পারবে না ২. হাটে-বাজারে যেতে পারবে না ও ৩. নিজ গ্রামের বাইরে যেতে পারবে না ইত্যাদি। এছাড়া সন্ত্রাসীদের কিছু পকেট খরচের টাকাও দিতে হয়েছে বলে জানা গেছে।
    স্থানীয় সিদিচ্ছে ছড়া গ্রামের নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, বিজ্ঞান জ্যোতি চাকমা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, তাকে অন্যায়ভাবে অপহরণ করে হয়রানি করা হয়েছে।
    এদিকে গঙ্গারাম এলাকার জনসাধারণ সন্তু গ্রুপ কর্তৃক সাধারণ জনগণের ওপর এমন হয়রানিমূলক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।